আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান তথা সমগ্র বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান।মন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের অন্যতম প্রাচীনতম বিদ্যালয়টি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল অর্থাৎ আলবার্ট ভিক্টোরিয়া হাইয়ার ইংলিশ স্কুল। তৎকালীন টিন সেড ভবনটি নির্মাণ করেন বাবু কেষ্টনাথ পোদ্দারের তিন ছেলে- বাবু-রাধা পল্লব পোদ্দার, বাবু হরলাল পোদ্দার ও বাবু নগেন্দ্রনাথ পোদ্দার। ১৯৩৬ সালে মি. আর.এল ফোকাস ভবনটির ভিত্তি স্থাপন করেন এবং ১৯৩৮ সালে বাংলার কৃতি সন্তান তৎকালীন অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক বিদ্যালয়ের উত্তর র্পাশস্থ প্রধান ভবনটির উদ্ভোধন করেন (মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমানে ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে।)
ডোনার হিসেবে বাবু হরেন্দ্রলাল ও কায়সার হায়দারের নাম ফলকের মাধ্যমে জানা যায়। ডোনার হিসেবে আরো অনেকেই আছেন যাদের সকলের নাম উদ্ধার করা সম্ভব হয়নি। তবে একজনের নাম জানা যায়, তিনি হচ্ছেন যতীন্দ্র মোহন। যিনি অকৃপন হস্তে বিদ্যালয়ের জন্য অঢেল সম্পদ দান করেছেন। বিট্রিশ শাসনামলে ইংল্যান্ডের মহারাণী ভিক্টোরিয়া ও তার স্বামী আলবার্ট এর নাম অনুসারে হয়তোবা ইংরেজদের নিকট থেকে আর্থিক ও অন্যান্য সাহায্য পাওয়ার জন্র বিদ্যালয়ের নামকরণ করা হয় A.V.J.M স্কুল। ১৯৩৬ সালে বাবু যতীন্দ্র মোহনের নামে দোতলার বারান্দায় “Babu Jatindra Mohon Building” এবং ডোনার হিসেবে ২/৩ টি ফলকে বাবু দেবেন্দনাথ Pleader সেক্রেটারী হিসেবে পাওয়া যায়। সম্ভবতঃ ১৯৩৮ সাল থেকে ১৯৪২ সালের মধ্যে বিদ্যালয়ের সাথে যতীন্দ্র মোহন বাবুর নাম অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকে বিদ্যালয়ের নামকলণ হয় A.V.J.M Girls High School (আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন স্কুল। )
১৯৬৭ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। তখন এই বিদ্যালয়ের নামকরণ হয়- A.V.J.M Govt. Grils High School (এ.ভি.জে.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।)
১৯৯১ সালে এই শিক্ষা-প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
২০১০ সালে জেলা পর্যায়ে এই প্রতিষ্ঠানটিসহ ১৮২ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডাবল শিফ্ট চালু হয়। বর্তমানে বিদ্যালয়ে দিবা ও প্রভাতি শিফটে ১৮০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে।